সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা
কেমন কাটবে গর্ভধারণের প্রত্যেকটি সপ্তাহ
নারীর জীবনের গুরুত্বপূর্ণ সময় হল গর্ভাবস্থা। শুধু নারী নয়, তার শিশুর জীবন কীভাবে গড়ে উঠবে তা অনেকটাই নির্ভর করে এ সময়ের ওপরে।সৃষ্ট-জগতের সবচাইতে অসাধারণ প্রক্রিয়া বোধহয় গর্ভধারণ এর মাধ্যমে একজন মানুষের সৃষ্টি- একটি মানব শিশুর জন্ম। ছোট্ট একটি কোষ থেকে এক বিন্দু রক্তকণিকা – তারপর ছোট্ট নরম তুলতুলে এক মানবশিশু। ভ্রূণ থেকে একজন পূর্ণ মানব শিশুতে পরিণত হওয়ার এই অনন্য- অসাধারণ প্রক্রিয়ার প্রতিটি সপ্তাহ আলোচনা করা হয়েছে সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা লেখাগুলোতে।
এই বিভাগটিতে ভ্রূণ গঠনের প্রথম সপ্তাহ থেকে একটি পুর্নাঙগ মানব শিশুর বেড়ে ওঠার প্রতিটি স্তর ধারাবাহিকভাবে আলোচনা করা হবে সাপ্তাহিক ক্রমবিকাশের ধারা অনুযায়ী। প্রতি সপ্তাহে ভ্রুনের বিকাশ ও গঠন পরিবর্তনের সাথে সাথে মায়ের শারিরিক এবং মানসিক পরিবর্তনও এই আলোচনার বেশ উল্লেখযোগ্য একটি অংশ ।
একজন মহিলার গর্ভধারণ থেকে শিশুজন্মের মাঝে মোট সময় মোটামুটি ৪০ সপ্তাহ। সর্বশেষ স্বাভাবিক মাসিক (মেনসচুরাল পিরিয়ড) থেকে সাধারণত সময়টি গননা করা হয়। দিনের হিসেবে বলা যেতে পারে ২৫০ থেকে ২৮৫ দিন । মোট সময়কালকে তিনটি ট্রাইমেস্টারে ভাগ করা হয়; ১ম, ২য় ও ৩য় ট্রাইমেস্টার। গর্ভধারনের ১ম থেকে ১৩ সপ্তাহকে ধরা হয় ফার্স্ট ট্রাইমেস্টার। ২য় ট্রাইমেস্টার ১৪ থেকে ২৬ সপ্তাহ এবং ৩য় বা শেষ ট্রাইমেস্টার ২৭ সপ্তাহ থেকে বাচ্চা জন্মের আগ পর্যন্ত সময়কাল। সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থার সকল প্রয়োজনীয় তথ্য জানতে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন-