সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । গর্ভে শিশুর বেড়ে ওঠা

সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা

কেমন কাটবে গর্ভধারণের প্রত্যেকটি সপ্তাহ

নারীর জীবনের গুরুত্বপূর্ণ সময় হল গর্ভাবস্থা। শুধু নারী নয়, তার শিশুর জীবন কীভাবে গড়ে উঠবে তা অনেকটাই নির্ভর করে এ সময়ের ওপরে।সৃষ্ট-জগতের সবচাইতে অসাধারণ প্রক্রিয়া বোধহয় গর্ভধারণ এর মাধ্যমে একজন মানুষের সৃষ্টি- একটি মানব শিশুর জন্ম। ছোট্ট একটি কোষ থেকে এক বিন্দু রক্তকণিকা – তারপর ছোট্ট নরম তুলতুলে এক মানবশিশু। ভ্রূণ থেকে একজন পূর্ণ মানব শিশুতে পরিণত হওয়ার এই অনন্য- অসাধারণ প্রক্রিয়ার প্রতিটি সপ্তাহ আলোচনা করা হয়েছে সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা লেখাগুলোতে।

এই বিভাগটিতে ভ্রূণ গঠনের প্রথম সপ্তাহ থেকে একটি পুর্নাঙগ মানব শিশুর বেড়ে ওঠার প্রতিটি স্তর ধারাবাহিকভাবে আলোচনা করা হবে সাপ্তাহিক ক্রমবিকাশের ধারা অনুযায়ী। প্রতি সপ্তাহে ভ্রুনের বিকাশ ও গঠন পরিবর্তনের সাথে সাথে মায়ের শারিরিক এবং মানসিক পরিবর্তনও এই আলোচনার বেশ উল্লেখযোগ্য একটি অংশ ।

একজন মহিলার গর্ভধারণ থেকে শিশুজন্মের মাঝে মোট সময় মোটামুটি ৪০ সপ্তাহ। সর্বশেষ স্বাভাবিক মাসিক (মেনসচুরাল পিরিয়ড) থেকে সাধারণত সময়টি গননা করা হয়। দিনের হিসেবে বলা যেতে পারে ২৫০ থেকে ২৮৫ দিন । মোট সময়কালকে তিনটি ট্রাইমেস্টারে ভাগ করা হয়; ১ম, ২য়৩য় ট্রাইমেস্টার। গর্ভধারনের ১ম থেকে ১৩ সপ্তাহকে ধরা হয় ফার্স্ট ট্রাইমেস্টার২য় ট্রাইমেস্টার ১৪ থেকে ২৬ সপ্তাহ এবং ৩য় বা শেষ ট্রাইমেস্টার ২৭ সপ্তাহ থেকে বাচ্চা জন্মের আগ পর্যন্ত সময়কাল। সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থার সকল প্রয়োজনীয় তথ্য জানতে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন-

সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা

সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ - ১

গর্ভধারণের প্রথম সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভধারণের সময় গণনা সাধারণত শুরু হয় মাসিকের প্রথম দিন হতেই। এই সময়ের এক দুই সপ্তাহের মধ্যেই সাধারণত গর্ভসঞ্চার হয়ে থাকে। যেহেতু কন্সেপশন বা গর্ভসঞ্চারের নির্দিষ্ট সময় নির্ণয় করা সম্ভব নয়, ...
সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ - ২

গর্ভধারণের দ্বিতীয় সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহের উল্লেখযোগ্য বিষয়: এই সময়ে ডিম্বস্ফুটন (Ovulation) হতে পারে। তাই শারীরিক সম্পর্কের উপযুক্ত সময়।ওভুলেশন টেস্টের মাধ্যমে ফারটাইল উইন্ডো (Fertile Window) তথা মিলনের উপযুক্ত সময় বের করা সম্ভব।গর্ভবতী হওয়ার ...
সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ – ৩

গর্ভধারণের তৃতীয় সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার তৃতীয় সপ্তাহে গর্ভের শিশুর বৃদ্ধি অভিনন্দন! এই সপ্তাহে আপনাকে officially গর্ভবতী বলা যায়। মায়ের ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষিক্ত হওয়ার সাথে সাথে নিষিক্ত ডিম্বাণুটি (যাকে এসময় যাইগোট বলা হয়) ঘিরে ...
সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ – ৪

গর্ভধারণের চতুর্থ সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

অভিনন্দন!! আপনি যদি চতুর্থ সপ্তাহ নাগাদ জানতে পারেন যে আপনি গর্ভবতী তাহলে আপনি অনেকের চাইতে ভাগ্যবতী।কারণ অনেকেই মাত্র ৪ সপ্তাহে গর্ভবতী হওয়ার ব্যাপারটি আঁচ করতে পারেনা। গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহ গর্ভাবস্থার ...
সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ – ৫

গর্ভধারণের পঞ্চম সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে ভ্রূণ খুব দ্রুত হারে বাড়তে থাকে। আপেল বীচির আকৃতির গর্ভস্থ শিশুটিকে এখন অনেকটা ব্যাঙ্গাচির মতো মনে হয়। পঞ্চম সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার দ্বিতীয় মাসে বা নির্দিষ্ট করে বললে ...
সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ – ৬

গর্ভধারণের ষষ্ঠ সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভধারণের এই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ কারন এই সময়ে আপনার গর্ভের সন্তানের অনেক পরিবর্তন আসতে শুরু করে। গর্ভস্থ ভ্রূণ এই সময়ে ৫-৬ মিলিমিটার বা .২৫ ইঞ্চি লম্বা হয়ে থাকে। বাচ্চার নাক, ...
সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ – ৭

গর্ভধারণের সপ্তম সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার সপ্তম সপ্তাহে গর্ভস্থ শিশু এখনো ভ্রুণ অবস্থায় আছে। আকারে তা একটি কালজামের সমান। তবে এখন এর আকার আগের সপ্তাহের দ্বিগুণ। এর মাথার কাছে নতুন একটি স্ফীতি দেখতে পাবেন যেখানে ...
সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ – ৮

গর্ভধারণের অষ্টম সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ চললেও গর্ভের শিশু এখন তার বিকাশের প্রায় ষষ্ঠ সপ্তাহে। অর্থাৎ কন্সেপশনের (গর্ভসঞ্চার) পর ছয় সপ্তাহ অতিবাহিত হয়েছে (সাধারণত পিরিয়ড শুরুর দুই সপ্তাহ পর গর্ভসঞ্চার হয়ে থাকে বলে ...
সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ – ৯

গর্ভধারণের নবম সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

নবম সপ্তাহ থেকে আপনার শরীরের ভ্রুনটি ধীরে ধীরে মানবশিশুর রুপ নিতে থাকে কারণ এই সময় তার চেহারা ধীরে ধীরে গঠিত হতে থাকে। ভ্রুন এর লেজটি এসময় মিলিয়ে যায়। নবম সপ্তাহের ...
সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা । সপ্তাহ – ১০

গর্ভধারণের দশম সপ্তাহ : ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

পূর্ববর্তী সপ্তাহগুলোর মতই, গর্ভাবস্থার দশম সপ্তাহেও শিশুর বৃদ্ধি ও বিকাশ খুব দ্রুতই হতে থাকে। গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টার ১৩ সপ্তাহ পর্যন্ত, এবং এই সময়ে ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের ধরণ খুবই জটিল ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারন । সপ্তাহ – ১১

১১ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভধারণের এগারোতম সপ্তাহে গর্ভের ভ্রূণের দ্রুত বৃদ্ধির পাশাপাশি অন্যান্য বিকাশও খুব দ্রুত হতে থাকে। এই সময়ে সে ছোট্ট এক্রোবেটের মত নড়াচড়াও শুরু করে। মায়ের জরায়ুতে সে কখনো হয়তো তার শরীরকে ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারন । সপ্তাহ – ১২

১২ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

পূর্ববর্তী সপ্তাহগুলোর মতই গর্ভাবস্থার ১২ সপ্তাহও ভ্রূণের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে ৮-১২ সপ্তাহের মধ্যে গর্ভের ভ্রূণের আকার প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই সময়ের মধ্যে বাচ্চার সব অঙ্গ মোটামুটি গঠিত ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারন । সপ্তাহ – ১৩

১৩ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ১৩ তম সপ্তাহে আপনি প্রথম ট্রাইমেস্টারের শেষ সপ্তাহে চলে এসেছেন। অনেকেই ভাবতে পারেন গর্ভাবস্থায় বিভিন্ন ট্রাইমেস্টারের হিসেব সবাই একইভাবে করে। তবে ব্যাপারটা ঠিক তেমন নয়। অনেক বিশেষজ্ঞ ১৩ তম ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারন । সপ্তাহ – ১৪

১৪ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ১৪ তম সপ্তাহকে প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রাইমেস্টারের প্রথম সপ্তাহ হিসেবে ধরা হয়। এটাই বেশীর ভাগ মায়ের জন্য বাকি দুই ট্রাইমেস্টারের চাইতে অপেক্ষাকৃত সহজ সময়। সাধারণত এ সময়টিতে বেশিরভাগ মায়ের গর্ভকালীন ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারন । সপ্তাহ – ১৫

১৫ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ১৫তম সপ্তাহে গর্ভের ভ্রূণ অনেক ছোট থাকে, কিন্তু তার শারীরিক বিকাশ হতে থাকে খুব দ্রুত। এই সপ্তাহ প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রাইমেস্টারের দ্বিতীয় সপ্তাহ এবং এ সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার চতুর্থ মাসে। ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারন । সপ্তাহ – ১৬

১৬ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ১৬ তম সপ্তাহ গর্ভের ভ্রূণের বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এ সপ্তাহ থেকে উল্লেখযোগ্য হারে ভ্রূণের বৃদ্ধি ঘটে (Growth Spurt) যার ফলশ্রুতিতে আগামী কয়েক সপ্তাহে তার ওজন দ্বিগুণের ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারন । সপ্তাহ – ১৭

১৭ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ১৭ তম সপ্তাহ থেকে সাধারণত গর্ভের ভ্রূণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে। দ্রুত বৃদ্ধির এ পর্যায়কে গ্রোথ স্পার্ট (Growth spurt) বলে। ভ্রূণটির মাথা ও শরীরের অনুপাত এখন অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারন । সপ্তাহ – ১৮

১৮ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ১৮ তম সপ্তাহ মায়েদের জন্য একটি স্মরণীয় সময় হয়ে উঠতে পারে কারণ এসময় অনেক মা গর্ভের ভ্রূণের নড়াচড়া প্রথমবারের মত বুঝতে পারেন। তবে ভ্রূণের নড়াচড়া যদি এ সপ্তাহে বুঝতে ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারন । সপ্তাহ – ১৯

১৯ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

১৯ তম সপ্তাহের মধ্যে গর্ভের ভ্রূণের প্রয়োজনীয় সব অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়ে যায়। এ সময় থেকে ভ্রূণটি আকারে বড় হতে থাকবে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর পরিপূর্ণ বিকাশ হতে থাকবে। এসময়ে ...
সপ্তাহ অনুযায়ী গর্ভধারণ । সপ্তাহ -২০

২০ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ২০ তম সপ্তাহে আপনি গর্ভধারণের প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে এসেছেন। এই সময়টা মায়েদের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে কারণ যারা ইতিমধ্যেই ভ্রূণের নড়াচড়া বুঝতে পারেননি তারা হয়তো এই ...
সপ্তাহ ২১ | গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

২১ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

২১ তম সপ্তাহের মধ্যে গর্ভের ভ্রূণের প্রয়োজনীয় সব অঙ্গ প্রত্যঙ্গ প্রায় গঠিত হয়ে যায়। ধীরে ধীরে ভ্রূণটি আকারে বড় হতে থাকে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর পরিপূর্ণ বিকাশ হতে থাকে। গর্ভাবস্থার ...
সপ্তাহ ২২ । গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

২২ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

জন্মের সময় শিশুটি দেখতে কেমন হবে, গর্ভাবস্থার ২২ তম সপ্তাহে তা প্রায় স্পষ্ট হয়ে যায়। পার্থক্য শুধু সে আকারে এখন অনেক ছোট আর তার চামড়ায় এখন অনেক ভাঁজ থাকবে। তবে ...
সপ্তাহ ২৩ । গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

২৩ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ২৩ তম সপ্তাহে ভ্রূণের বৃদ্ধি খুব দ্রুত হতে থাকে। এসময় পর্যন্ত ভ্রূণের ওজন বেশ ধীরে বাড়ছিলো । ২২-২৩ সপ্তাহের দিকে এসে ভ্রূণের ওজন অপেক্ষাকৃত দ্রুত বৃদ্ধি হতে থাকে এবং ...
সপ্তাহ ২৪ । গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

২৪ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ২৪ তম সপ্তাহে ভ্রূণের শরীরে জমা হতে থাকা চর্বি এবং প্রায় সম্পুর্নভাবে গঠিত হয়ে যাওয়া পেশী, অঙ্গ-প্রত্যঙ্গ এবং হাঁড়ের ওজনের কারণে ভ্রূণের ওজন বেশ দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ২৪ ...
সপ্তাহ ২৫ । গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

২৫ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ২৫ তম সপ্তাহে গর্ভের ভ্রূণের দ্রুত বিকাশ ঘটতে থাকে। তার মস্তিষ্ক, ফুসফুস এবং পরিপাকতন্ত্রসহ অন্যান্য অঙ্গগুলো শরীরের নিজ নিজ স্থানে গঠিত হয়ে যায়, যদিও এগুলোর পরিপূর্ণ বিকাশ হতে আরও ...
সপ্তাহ ২৬ গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

২৬ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ২৬ তম সপ্তাহে গর্ভের ভ্রূণের বেশিরভাগ ইন্দ্রিয়ের গঠন প্রায় শেষের দিকে থাকে এবং ভ্রূণটি তার চারপাশের পরিবেশের প্রতি বেশ ভালো প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। ভ্রূণটি এখন চুষতে, শুনতে, স্বাদ ...
সপ্তাহ ২৭ । গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

২৭ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ২৭ তম সপ্তাহে গর্ভের শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল থাকে, এসময় তার ফুসফুস অপরিপক্ব থাকলেও, কাজ করতে সক্ষম। । যদি এই সপ্তাহে কোন শিশু জন্মগ্রহণ করে তবে প্রয়োজনীয় ...
সপ্তাহ ২৮ । গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

২৮ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ২৮ তম সপ্তাহকে তৃতীয় ট্রাইমেস্টারের শুরু হিসেবে ধরা হয়। তবে ট্রাইমেস্টারের হিসেব বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে করে থাকে।আন্তর্জাতিকভাবে সর্বাধিক ব্যবহৃত হিসেবে আমরা আমেরিকান কলেজ অব অবস্টেট্রিসিয়ান্স এন্ড গায়নোকোলজিস্টের হিসেব অনুযায়ী ...
সপ্তাহ ২৯ । গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

২৯ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ২৯ সপ্তাহে গর্ভস্থ ভ্রূণ বেশ অনেকটা সক্রিয় হয়ে ওঠে। এখনো যেহেতু সে অনেক ছোট তাই মায়ের জরায়ুতে নড়াচড়ার বেশ জায়গা রয়েছে। এসময় মা ভ্রূণের নড়াচড়া আগের চাইতে বেশি ঘন ...
সপ্তাহ ৩০ । গর্ভাবস্থার প্রত্যেকটি সপ্তাহ

৩০ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ৩০ তম সপ্তাহ নাগাদ গর্ভের শিশুর প্রয়োজনীয় প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গ পরিপূর্ণতা লাভ করতে থাকে। এই সময় থেকে ভ্রূণ বেশ দ্রুত ওজন লাভ করতে থাকে এবং বাইরের পৃথিবীতে টিকে থাকার ...
সপ্তাহ ৩১ । গর্ভকালীন প্রত্যেকটি সপ্তাহ

৩১ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ৩১তম সপ্তাহে গর্ভের ভ্রূণ বেশ অ্যাক্টিভ থাকে। এখন তার নড়াচাড়া হয়তো আগের চেয়ে বেশি হবে এবং কিছু সময় পরপরই আপনি তার মাথা, পা কিংবা হাতের গুঁতো অনুভব করবেন। হ্যাঁ, ...
সপ্তাহ ৩২ । গর্ভকালীন প্রত্যেকটি সপ্তাহ

৩২ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ৩২তম সপ্তাহে গর্ভের ভ্রূণের বাহ্যিক আকৃতি পুরোপুরি সুগঠিত থাকে তবে তার শরীরে আরো চর্বির স্তর জমতে থাকে। আগামী কয়েক সপ্তাহ ধরেই এ প্রক্রিয়া চলতে থাকবে। ভ্রূণ বড় হওয়ার সাথে ...
সপ্তাহ ৩৩ । গর্ভকালীন প্রত্যেকটি সপ্তাহ

৩৩ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ৩৩ তম সপ্তাহে গর্ভে থাকা ভ্রূণেটির কুঁচকে থাকা ত্বক আস্তে আস্তে আরো মসৃণ হতে থাকে এবং সে ধীরে ধীরে একজন পূর্নাঙ্গ নবজাতকের চেহারা ধারণ করতে থাকে। এই সময় ভ্রূণের ...
সপ্তাহ ৩৪ । গর্ভকালীন প্রত্যেকটি সপ্তাহ

৩৪ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ৩৪ তম সপ্তাহে গর্ভের ভ্রূণের শরীরের আকার আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করতে থাকে। এসময় তার শরীরে বিশেষ একধরনের চর্বি জমা হতে থাকে যাকে ব্রাউন ফ্যাট বলে। এই ফ্যাট জন্মের ...
সপ্তাহ ৩৫ । গর্ভকালীন প্রত্যেকটি সপ্তাহ

৩৫ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

প্রসব বা ডেলিভারির ডেট যত ঘনিয়ে আসে, মায়ের গর্ভে থাকা শিশুটির বড় হওয়ার গতিও তত বেড়ে যায়। পরবর্তী ৩ সপ্তাহে বাচ্চার ওজন খুব দ্রুত বাড়তে থাকবে। এই পর্যায়ে বাচ্চার ওজনের ...
সপ্তাহ ৩৬ । গর্ভধারনের প্রত্যেকটি সপ্তাহ

৩৬ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ৩৬ সপ্তাহে এসে আপনার মনে হতে পারে গর্ভে আর কোনো খালি জায়গা নেই। কিন্তু সত্যিটা হলো ভ্রূণের এখনো বড় হওয়া বাকি আছে। যখনই মনে হবে আর পারছেন না, তখনই ...
সপ্তাহ ৩৭ । গর্ভধারনের প্রত্যেকটি সপ্তাহ

৩৭ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

কিছুদিন আগেও গর্ভাবস্থার ৩৭ সপ্তাহে জন্ম নেয়া শিশুদের “ফুল টার্ম” হিসেবে ধরা হতো। কিন্তু এখন American College of Obstetricians and Gynecologists এটি পরিবর্তন করে ৩৯ সপ্তাহের পর জন্ম নেয়া শিশুদের ...
সপ্তাহ ৩৮ । গর্ভধারনের প্রত্যেকটি সপ্তাহ

৩৮ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ৩৮ তম সপ্তাহে ভ্রূণের বিকাশের বিষয়গুলো খুব সূক্ষ হয়ে থাকে। আপাতদৃষ্টিতে উল্লেখযোগ্য কোন বৃদ্ধি বোঝা না গেলেও প্রসবের আগের দুই তিন সপ্তাহে ভ্রূণের বিকাশ একটি মানবশিশুর সুষ্ঠু বৃদ্ধির জন্য ...
সপ্তাহ ৩৯ । গর্ভধারনের প্রত্যেকটি সপ্তাহ

৩৯ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ৩৯ তম সপ্তাহে ভ্রূণটিকে “ফুল টার্ম” হিসেবে বিবেচনা করা হয়। ৩৯ সপ্তাহ থেকে শুরু করে ৪০ সপ্তাহ ৬ দিন পর্যন্ত ভ্রূণকে ফুল টার্ম ধরা হয়। গবেষণায় দেখা গেছে এই ...
গর্ভাবস্থার ৪০ তম সপ্তাহ

৪০ সপ্তাহের গর্ভাবস্থা | ভ্রূণের বৃদ্ধি, মায়ের শরীর এবং কিছু টিপস

গর্ভাবস্থার ৪০ তম সপ্তাহেই হতে পারে আপনার সাথে আপনার নবজাতকের প্রথম সাক্ষাত। তবে মনে রাখতে হবে অনেক মায়েদের ক্ষেত্রে প্রসব হতে ৪০ সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে। গবেষণা বলছে প্রতি ...