বেশিরভাগ মহিলা বিশেষ করে যারা প্রথমবার মা হতে যাচ্ছেন তারা গর্ভবতী হওয়ার লক্ষণ নিয়ে বেশ কনফিউজড থাকেন। সাধারণত পিরিয়ড বা মাসিক মিস হলে তার ১ বা ২ সপ্তাহের মধ্যেই গর্ভধারণের কিছু উপসর্গ দেখা দিতে পারে। আবার অনেক মায়েরা গর্ভবতী হওয়ার প্রথম ১ মাস সাধারণত বুঝতেই পারেন না যে তারা গর্ভধারণ করেছেন।
প্রেগন্যান্ট হওয়ার লক্ষণগুলো কখন থেকে দেখা যেতে পারে?
সাধারণত ডিম্বাণু নিষিক্ত হলেই গর্ভবতী হওয়ার লক্ষণ প্রকাশ পেতে শুরু করতে পারে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর ফেলোপিয়ান টিউব (Fallopian Tube) হয়ে জরায়ুতে পৌঁছাতে হতে প্রায় ৬ দিন সময় লাগে।
গর্ভধারণের প্রথম ৬ সপ্তাহের মধ্যেই প্রায় ৬০ ভাগ মহিলার গর্ভধারণের বিভিন্ন উপসর্গ দেখা দেয় এবং প্রথম ৮ সপ্তাহের মধ্যে প্রায় ৯০ ভাগ মহিলা প্রেগনেন্সির এসব উপসর্গ অনুভব করতে পারেন।
আপনি যদি পিরিয়ড বা মাসিকের হিসাব না রেখে থাকেন, অথবা যদি নিয়মিত না হয়, তবে আপনি হয়তো বুঝতে পারবেন না কখন মাসিক হবে। তাই এসময়, যদি আপনি নিচের কোন একটি উপসর্গ নিজের মাঝে দেখতে পান, তবে তা গর্ভধারণের লক্ষণ হতে পারে।
নিশ্চিত হতে নিচের উপসর্গ সমূহ মিলিয়ে নিতে পারেন এবং বাসায় বসেই প্রেগন্যান্সি কিট দিয়ে আপনি প্রেগন্যান্ট কিনা তা পরীক্ষা করে নিতে পারেন।
১. প্রেগন্যান্সির উল্লেখযোগ্য লক্ষণ পিরিয়ড মিস হওয়া
গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ হলো মাসিক বা ঋতুস্রাব বন্ধ হওয়া। প্রতিমাসের একটি নির্দিষ্ট সময়ে নারীদের পিরিয়ড হয়ে থাকে (সাধারণত ২৮ থেকে ৩২ দিন পর পর)।
সেক্ষেত্রে, খেয়াল রাখুন আপনার পিরিয়ড ঠিক সময়ে হচ্ছে কিনা। যদি ২৮-৩২ দিন পর পিরিয়ড না হয়, তাহলে হয়তো আপনি গর্ভধারণ করেছেন। অন্যান্য উপসর্গগুলো মিলিয়ে নিতে পারেন তখন এবং সাথে প্রেগন্যান্সি কিট দিয়ে পরীক্ষা করে নিতে পারেন।
কোনো নারীর যদি আগে থেকেই অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে তবে তাদের ক্ষেত্রে গর্ভধারণের এ লক্ষণটি বোঝা একটু কষ্টকর হবে।
যদি আপনার পিরিয়ড নিয়মিত না হয় অথবা আপনি আপনার ঋতুচক্রের (Period Cycle) হিসাব ঠিকমত না রাখতে পারেন, তবে আপনার পিরিয়ড মিস হয়েছে কিনা তা বুঝতে পারার পূর্বেই নিচে বর্ণিত অন্যান্য উপসর্গগুলো টের পেতে পারেন।
২. খাবারে অনীহা
যদি আপনি নতুন গর্ভবতী হন, এটা অস্বাভাবিক নয় যে কিছু কিছু খাবারের প্রতি আপনি অনীহা বোধ (Food Aversion) করবেন কিংবা আপনার রুচি কমে যাবে। এ সময় আপনি বিভিন্নি খাবারের ব্যাপারে গন্ধপ্রবন ও হয়ে উঠতে পারেন। কিছু কিছু খাবারের গন্ধে আপনার পেট গুলিয়ে উঠতে পারে।
যদিও এর কারণ নিশ্চিত ভাবে জানা যায়নি, এটা হয়ত গর্ভাবস্থায় আপনার দেহে দ্রুত এস্ট্রোজেন হরমোনের (Estrogen Hormone) পরিমাণ বৃদ্ধির একটি পার্শ্বপ্রতিক্রিয়া। এছাড়াও আপনি হয়ত দেখতে পাবেন যে কিছু বিশেষ খাদ্য যা আপনি মজা করে খেতেন তা হঠাৎ করে আপনার কাছে একেবারেই অসহ্য লাগছে।
আবার অনেকের মুখ বিস্বাদ লাগে কিংবা মুখে তামাটে ধরণের স্বাদ লাগে। অনেকসময় মুখে দুর্গন্ধও লক্ষ্য করা যায়। আসলে গর্ভাবস্থায় শারীরিক বিভিন্ন পরিবর্তনের কারণেই এই তফাৎ হতে পারে।
৩. মেজাজের ওঠানামা
গর্ভাবস্থায় মেজাজের পরিবর্তন (Mood swing) একটি সাধারণ বিষয়, আংশিকভাবে এর কারণ হরমোনের পরিবর্তন যা আপনার নিউরোট্রান্সমিটারের (মস্তিস্কের রাসায়নিক বাহক) এর মাত্রাকে প্রভাবিত করে।
হরমোনের আধিক্যের জেরে এই রাগ, এই দুঃখ, কখনও অবসাদ আবার পরমুহূর্তেই আনন্দে ভরে ওঠা, এই ধরনের মুড সুইং হতেই থাকে।গর্ভধারণের প্রথম সপ্তাহে যেসব উপসর্গ দেখা যায় তার মধ্যে অন্যতম এটি।
প্রত্যেকেই এ পরিবর্তনে আলাদা ভাবে সাড়া প্রদান করে থাকে। মা-হতে-যাওয়া এমন অনেকে উচ্চমাত্রায় আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন, যা ভাল বা মন্দ উভয় রকমেরই হতে পারে, আবার অনেকে এসময় বিষন্নতা কিংবা দুশ্চিন্তায় ভুগতে পারেন।
নোটঃ যদি আপনি অস্বাভাবিকভাবে দুঃখিত বা নিরাশ বোধ করেন কিংবা আপনার প্রতিদিনকার দায়িত্ব সমূহ যথাযথ ভাবে পালন করতে না পারেন, বা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না বলে মনে করেন, তবে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে অথবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে দ্রুত যোগাযোগ করুন।
৪. পেটে গ্যাস হওয়া বা ফোলা ভাব
গর্ভাবস্থার প্রথম দিকে অধিকাংশেরই পেটে গ্যাস এর সমস্যা দেখা দেয়। এছারাও পেট ফাঁপার অনুভুতি হতে পারে, যা অনেকটা পিরিয়ড শুরুর পূর্বে যেমনটা হয় সেরকম।
এটিও হয় হরমোনের পরিবর্তনের কারনে।এ কারণে কোমরের কাছে আপনার কাপড় সাধারণ সময়ের চেয়ে আরও বেশী আঁটসাঁট মনে হতে পারে, যদিও এখন পযৃন্ত আপনার জরায়ুতে তেমন কোন পরিবর্তন আসেনি।
নিজের বাড়িতে এ গ্যাসের কারণে তেমন সমস্যা না হলেও বাড়ির বাইরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা থাকে। তবে এটি স্বাভাবিক প্রক্রিয়া, তা নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই।
৫. ঘন ঘন প্রস্রাব
হরমোনগত পরিবর্তনের কারণে এসময় শরীরে যে ক’টি পরিবর্তন আসে তার একটি হল রক্তপ্রবাহ বৃদ্ধি। হরমোন পরিবর্তনের কারণে আপনার দেহের কিছু ধারাবাহিক প্রক্রিয়া দ্রুত হয় যা আপনার কিডনিতে রক্ত প্রবাহের হার বাড়িয়ে দেয়।
এর কারণে আপনার মুত্রথলি আরও দ্রুত পূর্ণ হয়ে যায়, যার ফলে আপনার আরও বেশী বার মূত্রত্যাগ করার প্রয়োজন হয়। প্রেগন্যান্সির প্রথম দুই-তিন সপ্তাহে ঘন ঘন প্রস্রাব পাওয়া খুব স্বাভাবিক।
যতই আপনার গর্ভাবস্থা এগিয়ে যেতে থাকে, ভ্রূণের বৃদ্ধির সাথে সাথে জরায়ুর আকার বাড়তে থাকে। । এ সমস্যাটি আরও জটিল হয় যখন আপনার ক্রমবৃদ্ধিমান শিশু আপনার মুত্রথলিতে আরও বেশী চাপ দিতে থাকে।
৬. ক্লান্ত লাগা
হঠাৎ ক্লান্ত বোধ করছেন? কিংবা ক্লান্তিতে ভেঙ্গে পড়ছেন? কেউ এটা নিশ্চিত করে জানেন না কি কারণে গর্ভাবস্থার প্রথম দিকে এই ক্লান্ত ভাব দেখা দেয়, তবে সম্ভবত প্রজেস্টেরন হরমোনের মাত্রার দ্রুত বৃদ্ধি আপনার ঘুম ঘুম ভাবের জন্য দায়ী।
এছাড়াও মর্নিং সিকনেস (Morning sickness) ও রাতে ঘুম থেকে উঠে বার বার প্রস্রাব করাও আপনার ক্লান্তিবোধ বাড়াতে কাজ করে
দ্বিতীয় ট্রাইমেস্টার আপনার এই ক্লান্তিবোধ কেটে গিয়ে আগের চেয়েও বেশি ভাল বোধ করবেন। অবশ্য আপনার গর্ভাবস্থার শেষ দিকে এই ক্লান্তিবোধ আবার ফিরে আসে, কারণ তখন স্বাভাবিকভাবেই আপনি অনেক বেশি ওজন বহন করবেন এবং সে সময়ের বিশেষ কিছু গর্ভকালীন সমস্যা আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটাবে।
৭. স্তনে পরিবর্তন
গর্ভবতী হওয়ার প্রথম দিকের একটি উপসর্গ হল সংবেদনশীল/স্পর্শকাতর স্তন যা হরমোনের মাত্রার বৃদ্ধির কারণে হয়ে থাকে। অনেক সময় পিরিয়ড শুরুর পূর্বে অনেকের স্তনে একধনের স্পর্শকাতরতা কিংবা ব্যাথা হয়ে থাকে, গর্ভাবস্থায় একইরকম কিংবা আরও প্রকটভাবে এ উপসর্গই অনুভূত হতে পারে।
গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারের (প্রথম তিন মাস) পর স্তনের এ অস্বস্তি উল্ল্যেখযোগ্যভাবে কমে যেতে পারে, কারণ মায়ের দেহ হরমোন পরিবর্তনের সাথে ততদিনে অভ্যস্ত হয়ে যাবে।
গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর স্তনের আকারে পরিবর্তন আসা শুরু হয়। প্রাথমিকভাবে স্তনের বোঁটায় (Nipple )পরিবর্তন আসে। বোঁটা চেপে ধরলে একধরনের রস নিঃসৃত হতে দেখা যায়। ক্রমেই স্তনের আকার বড় হতে পারে এবং ব্যাথা হতে পারে (অনেকের মাসিকের সময়ও যেমনটা হয় ), কখনো বা শিরশিরে অনুভূতি হতে পারে।
৮. হাল্কা রক্তপাত বা স্পটিং
কিছু কিছু নারী গর্ভবতী কিনা তা জানার আগেই হাল্কা স্পটিং (Spotting) লক্ষ করে থাকেন। অনেকে এটাকে পিরিয়ড মনে করতে পারেন। এটা ওভুলেশনের (Ovulation) প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হতে পারে। এটাকে ইমপ্ল্যান্টেশন ব্লীডিং (Implantation Bleeding) বলে কারণ জরায়ুতে ভ্রুন স্থাপিত বা ইমপ্লেনটেশনের সময় এ রক্তপাত (সাধারণত হালকা বাদামি রঙের) হতে পারে। এ প্রক্রিয়াটি ডিম্বাণু নিষিক্তের ৬ দিনের মধ্যেই শুরু হয়।
যদি পিরিয়ড শুরুর সপ্তাহ খানেক আগে একদিন বা দুদিন এ ধরনের স্পটিং দেখা যায় তবে প্রেগন্যান্সি টেস্ট করে দেখতে পারেন। যদি রেসাল্ট নেগেটিভ আসে তবে কিছুদিন অপেক্ষা করুন। যদি যথাসময়ে পিরিয়ড শুরু না হয় তবে আবার টেস্ট করুন।
নোটঃ প্রতি ৪ জন নারীর ১ জনের প্রথম ট্রাইমেস্টারের শুরুর দিকে হালকা রক্তপাত হয়। গর্ভাবস্থায় রক্তক্ষরণ কোন গুরুতর সমস্যার কারণ নাও হতে পারে আবার তা কোন মারাত্মক জটিলতারও ইঙ্গিত হতে পারে, যেমন- এক্টপিক প্রেগন্যান্সি, গর্ভপাত বা প্লাসেন্টা জনিত কোন সমস্যা ইত্যাদি।তাই এটি দেখা গেলেই দেরী না করে ডাক্তারকে জানানো উচিত যাতে তিনি পরীক্ষা করে দেখতে পারেন যে সবকিছু ঠিক আছে কিনা।
৯. বমি বমি ভাব, গন্ধের প্রতি সংবেদনশীলতা
কনসিভ করার ২ থেকে ৪ সপ্তাহ পর থেকে মর্নিং সিকনেস (সকালে ঘুম থেকে উঠার পর ক্লান্ত লাগা ও বমির ভাব) দেখা দেয়। বমি বমি ভাব শুধু সকালেই নয় এমনকি দুপুরে ও রাতেও হতে পারে।
গর্ভধারণের ৬ সপ্তাহ সময় থেকে সাধারণত মর্নিং সিকনেস বা বমি বমি ভাব দেখা দেয়। কিন্তু এটা কখনো কখানো ৪ সপ্তাহ থেকেও শুরু হতে দেখা যায়। আবার অনেকে বিভিন্নধরণের গন্ধের প্রতি বেশ সংবেদনশীল হয়ে ওঠেন।
১০. শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেড়ে যাওয়া
যদি আপনি আপনার দেহের স্বাভাবিক তাপমাত্রা লিপিবদ্ধ করে রাখেন এবং দেখেন যে আপনার দেহের তাপমাত্রা অন্তত ১৮ দিন ধরে স্বাভাবিকের চাইতে বেশী আছে, তবে তা গর্ভধারণের সংকেত হতে পারে।
১১. মাথা ধরা
গর্ভধারন করলে মাথার যন্ত্রণা হতে পারে। গর্ভধারণ করার প্রথম সপ্তাহের শুরুতেই মাথা ব্যথা শুরু হতে পারে। হরমোনের মাত্রা শরীরে বেড়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয়।
১২. কোষ্ঠকাঠিন্য
গর্ভধারণের আরেকটি উপসর্গ হলো কোষ্ঠকাঠিন্য। এটি হরমোনের মাত্রার তারতম্যের কারণেই হয়। হরমোনের বৃদ্ধির কারনে শরীরের হজম প্রক্রিয়ার গতি কমে যায় যার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।
কি করে নিশ্চিত হবেন আপনি প্রেগন্যান্ট কি না?
গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দেয়ার পর আপনি বাসায় বসেই প্রেগন্যান্সি টেস্ট করে নিতে পারেন। দোকানে যেসব টেস্টিং কিট পাওয়া যায় সেগুলো দিয়ে পিরিয়ড মিস হওয়ার অন্তত এক সপ্তাহ পরে টেস্ট না করলে ভুল রেসাল্ট আসতে পারে। তাই যদি পিরিয়ডের তারিখ পেরিয়ে যাওয়ার এক সপ্তাহের মদ্ধেই আপনি টেস্ট করেন এবং নেগেটিভ রেসাল্ট পান তবে কিছুদিন অপেক্ষা করে আবার পরীক্ষা করুন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিভিন্ন সংকেত দেখে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হবার বেশ আগে থেকেই আপনার বাচ্চার গঠন শুরু হয়, তাই যখন থেকেই আপনি এ সুসংবাদ জানার জন্য অপেক্ষা করছেন তখন থেকেই নিজের যত্ন নিন। আর যখনই ইতিবাচক ফল পাবেন, সাথে সাথে আপনার গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
সবার জন্য শুভকামনা।
যে প্রশ্নগুলো নিয়মিত করা হয়ে থাকে
মাসিক মিস হলে তার পরের দিন থেকেই প্রেগন্যান্সি টেস্ট করা যায়।টেস্ট পজিটিভ হলে আপনার গর্ভধারণের দুই সপ্তাহ অতিবাহিত হয়েছে বুঝতে হবে। অনেক সময় পিরিওড শুরুর তারিখ থেকে আরো ২ সপ্তাহ পরে সঠিক ফলাফল পেতে পারেন। যাদের শরীরের হরমোনের পরিমান ধীরে ধীরে বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে সঠিক ফলাফল পেতে একটু বেশী অপেক্ষা করতে হয়।
যাদের পিরিয়ড অনিয়মিত তাদের ক্ষেত্রে পরীক্ষার সঠিক সময় বোঝা একটু কষ্টকর কারন এসব ক্ষেত্রে পরবর্তী পিরিয়ডের তারিখ বোঝা কষ্টকর। এক্ষেত্রে সম্ভাব্য তারিখের পর এ পরীক্ষা করা ভালো। অথবা সাত সপ্তাহ পর পরীক্ষা করলে সঠিক ফলাফল পাওয়া যায়।
যদি সম্প্রতি আপনি জন্ম নিরোধক ঔষধ ব্যবহার বন্ধ করেন তবে আপনি হয়তো জানেন না আপনার পিরিওড চক্রের সময়। সেক্ষেত্রে পরীক্ষার ফলাফল “না” সূচক বা নেগেটিভ হলে আবার তিন-চারদিন পর পরীক্ষা করুন।
গর্ভবতী হওয়ার পর মাসিক বন্ধ থাকে। প্রতি মাসে আপনার জরায়ু একটি ডিম্বাণুকে নিষিক্ত করার প্রস্তুতিস্বরূপ একটি পুরু রক্ত-সমৃদ্ধ আবরণ তৈরী করে । আপনি যদি সেই সময় গর্ভধারণ না করে থাকেন, তাহলে আপনার শরীর এই কোষ এবং রক্ত নির্গত করে দেয় – এটাকেই পিরিয়ড বা ঋতুস্রাব বলে ।
কিন্তু একবার যখন এই আবরণে একটি ডিম্বাণু নিষিক্ত হয়ে যায়, তখন শরীরের হরমোন আপনার ক্রমবর্ধমান শিশুর ভারবহন করার জন্য এই রক্ত -সমৃদ্ধ কোষটিকে অটুট থাকার নির্দেশ দেয় আর আপনার শরীরও এটিকে আর নির্গত করে না যার ফলে, সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত মাসিক বন্ধ থাকে ।
গর্ভকালীন সময়ে রক্তক্ষরণ হওয়া এবং পিরিয়ড এক জিনিস নয়। গর্ভাবস্থায় রক্তক্ষরণ বিভিন্ন কারণে হতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি পড়ুন
ami home pregnancy test Korece . pregnancy test e dui daag othece,kinto test e j daag othe shei daag ti khob light othece tahole ki ami pregnant ki na … please ta akto janaben.
period miss hoye 20 days hoye gese. 6 7dn age period howar kisu ta lokkhn dekha diyesilo but akhno hoy ne. sorir a o kono problem dekha dey ne. akhn ki kora uchite. please help korben….