টক্সোপ্লাজমোসিস (toxoplasmosis) । গর্ভাবস্থায় কতটা ঝুঁকিপূর্ণ

টক্সোপ্লাজমোসিস

টক্সোপ্লাজমোসিস (toxoplasmosis) কি ?  টক্সোপ্লাজমোসিস (Toxoplasmosis) হোল একধরনের ইনফেকশন যা টক্সোপ্লাজমা গণ্ডিআই ( Toxoplasma gondii)  নামক একধরনের ক্ষুদ্র পরজীবীর মাধ্যমে সংক্রমিত হয়। যদিও স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোন ব্যক্তি এই রোগে আক্রান্ত হলে সামান্য শারীরিক অসুস্থতা ছাড়া তেমন কোন বড় ধরনের জটিলতা খুব একটা দেখা যায় না। তবে গর্ভকালীন সময়ে এই রোগটি বেশ কিছুটা ঝুঁকিপূর্ণ, কেননা টক্সোপ্লাজমা গণ্ডিআই নামক এই ক্ষুদ্র পরজীবী আপনার প্লাসেন্টা (গর্ভফুল) এবং অনাগত সন্তানকেও সংক্রমিত করতে পারে।   বেশ কিছু গবেষণায় উঠে এসেছে যে আমেরিকায় প্রতি বছর ৪ মিলিয়ন শিশুর মধ্যে চারশ থেকে প্রায় চার…

বিস্তারিত পড়ুন