শিশুর বেড়ে ওঠা । প্রথম বছর
বাড়িতে নতুন শিশু। শিশুটি ফরসা না কালো, চুল বেশি না কম, বাবার মতো না মায়ের মতো—তা নিয়ে মতামত চলছেই। কিন্তু গুরুত্বপূর্ণ হলো শিশুর যথাযথ বিকাশ হচ্ছে কি না। বয়স ও সময় অনুযায়ী সে দেহে-মনে বেড়ে উঠছে কি না। বড় ধরনের কোনো সমস্যা জন্মের সময় হাসপাতালে থাকতেই ধরা পড়ার কথা। কিন্তু খুব ছোট বা মৃদু কোনো সমস্যা নজরের বাইরে থেকে যেতে পারে। তাই মা-বাবা লক্ষ রাখবেন বিকাশের দিকে।
প্রথম বছরে শিশুর বিকাশে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই সময়টা, ভবিষ্যতে স্বাস্থ্য বেড়ে ওঠা এবং বিকাশের ভিত্তি। এই সময়ে শিশুরা অন্য যে কোন সময়ের থেকে তাড়াতাড়ি শেখে। বাচ্চারা এবং ছোট ছেলেমেয়েরা তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং তাড়াতাড়ি শেখে যদি তারা ভালবাসা, দেখাশোনা, উত্সাহ এবং মানসিক উদ্দীপনা পায় এবং তার সাথে পুষ্টিকর খাদ্য এবং সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হয়।
এই বিভাগে প্রথম বছরে শিশুর বেড়ে ওঠার মাস অনুযায়ী পর্যায়ক্রমিক ধাপ গুলো বাবা মায়ের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে করে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশগুলো সম্পর্কে আপনি বিস্তারিত ধারনা পাবেন এবং কোন ক্ষেত্রে সে পিছিয়ে আছে কিনা তা নির্ণয় করা সহজ হবে। এই বিভাগে প্রথম বছরে শিশুর বেড়ে ওঠার বিভিন্ন স্তরের মাইলস্টোন গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও শিশুর সঠিক বিকাশে বাবা মায়ের করনীয়, কি কি লক্ষন দেখলে দ্রুত ব্যাবস্থা নিতে হবে সে সম্পর্কেও ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে।