সন্তানের স্বাস্থ্য-রক্ষায় এবং মা-শিশুর মানসিক প্রশান্তি এবং বন্ধন গড়তে মায়ের দুধ এবং স্তন্যদানের ভুমিকার কথা আমরা কম বেশি সকলেই জানি। তবে বেশ কিছু ক্ষেত্রে সন্তান জন্মদানের পর মায়ের বুকের দুধের অভাব হতে পারে আবার কিছু ক্ষেত্রে একেবারেই অনুপস্থিত থাকতে পারে। আবার কখনো কখনো মায়ের কোন মেডিকেল কন্ডিশনের কারণে বুকের দুধ না খাওয়ানোর পরামর্শ দেয়া হতে পারে। এসব ক্ষেত্রে মায়ের দুধের সহায়ক হিসেবে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফর্মুলা দুধ খাওয়াতে পারেন।
তবে মায়ের বুকের দুধের অভাবে শিশুকে বিকল্প হিসেবে ফর্মুলা খাওয়ানোর আগে অবশ্যই এর সম্পর্কে বেশ কিছু বিষয় জেনে নিতে হবে। এটি যেহেতু প্রাকৃতিক কোন জিনিস নয় তাই এর ভুল ব্যবহার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে।
ফর্মুলা দুধ’ সম্পর্কে আরো অনেক তথ্য আপনার জেনে রাখা উচিৎ, যেমন- কিভাবে ফর্মুলা দুধ তৈরি করতে হবে, কতটুকু খাওয়াতে হবে, কিভাবে নিরাপদে সংরক্ষণ করতে হবে, যে বোতলে করে খাওয়াবেন সেটা কতটুকু নিরাপদ, বোতল কিভাবে পরিষ্কার করবেন, ফর্মুলা খাওয়ানো বাচ্চাদের মলের ধরণ কেমন হতে পারে ইত্যাদি। আমাদের এই বিভাগে ফর্মুলা দুধ খাওয়ানোর বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ফর্মুলা কিংবা দুধের বিকল্প হিসেবে ‘পেডিয়াশিওর’ দিচ্ছেন?- একটু জেনে নিন।
Read More

বুকের দুধ খাওয়ানো বাচ্চাকে কিভাবে বোতলে খাওয়ানো অভ্যাস করাবেন
Read More

প্লাস্টিকের তৈরি বোতল/ ফীডার কি শিশুদের জন্য নিরাপদ?
Read More

বয়স ও ওজন অনুযায়ী আপনার শিশুর কতটুকু ফর্মুলা দুধ দরকার?
Read More

কিভাবে নিরাপদ উপায়ে ফরমুলা দুধ সংরক্ষণ করে ব্যাবহার করা যায়
Read More

শিশুর জন্য সঠিক নিপল এবং বোতল/ফিডারটি কিভাবে পছন্দ করবেন।
Read More

কিভাবে নবজাতক শিশুর জন্য তৈরি ফর্মুলা দুধের নিরাপদ ব্যাবহার নিশ্চিত করবেন
Read More

নবজাতক শিশুর ফর্মুলা দুধ সম্পর্কে যে পাঁচটি তথ্য হয়তো আপনার অজানা
Read More

শিশুকে বোতলে বা ফীডারে খাওয়ানো সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা
Read More