মা হওয়ার গল্প | নুসরাত জাহান ত্বিষা

মা হওয়ার গল্প | নুসরাত জাহান টুইশা

খুব ছোটবেলা থেকেই জীবনের মানে না বুঝতে শিখলেও, জীবন কিছু একটা হতে হবে এইটা জানতাম।পড়ালেখায় ভালোই ছিলাম তাই খুব ভালো কোন পেশাগত পরিচয়ের শখ ছিল।কখনো ডাক্তার, তো কখনো ডক্টরেট করার স্বপ্ন দেখতাম।খুব ভালো রেজাল্ট ছিল স্কুল,কলেজে।কিন্তু আল্লাহর ইচ্ছায় অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। সবাই যখন ভার্সিটির উচ্ছল জীবনে ব্যস্ত আমি তখন পড়াশোনার পাশাপাশি সংসারও সাজাচ্ছিলাম।না বিয়ের পর লেখাপড়া বন্ধ হয়নি আমার,সংসারের সাথে সমানতালে চালিয়ে যাচ্ছিলাম লেখাপড়াও। তিনবছর সংসার করার পর একদিন বুঝতে পারলাম আমি মা হতে চলেছি।সন্তান পেটে নিয়েও পড়াশোনা করেছি,এক্সামও দিয়েছি।পুরো প্রেগন্যান্সি একাহাতে সংসার সামলে ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ। ভয়…

বিস্তারিত পড়ুন