শিশুর জ্বর হলে করণীয়

শিশুর জ্বর

মায়ের কাছে তার সন্তান অনেক মূল্যবান, অনেক বেশি আদরে। এই আদরের শিশুর জ্বর হলে তখন সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়েন মা। আর তা যদি হয় সদ্য জন্মগ্রহণ করা শিশু তবে চিন্তা বেড়ে যায় আরোও বহুগুণ। সাধারণত শরীরে অভ্যন্তরীণ কোন ইনফেকশন দেখা দিলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। যাকে আমরা জ্বর বলে থাকি। শিশুর জ্বর বলতে কি বোঝায়?  বাচ্চার কপালে হাত দিয়ে বা চুমু খেয়ে যদি মনে হয় শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি তবে হয়ত বাচ্চার জ্বর এসেছে। স্বাভাবিকের চাইতে বেশী তাপমাত্রাকেই আমরা জ্বর বলে থাকি। সাধারণভাবে জ্বরকে বলা যেতে পারে, ‘শরীরের…

বিস্তারিত পড়ুন