শিশুর বেড়ে ওঠা । প্রথম বছর


শিশুর বেড়ে ওঠা । প্রথম বছর

বাড়িতে নতুন শিশু। শিশুটি ফরসা না কালো, চুল বেশি না কম, বাবার মতো না মায়ের মতো—তা নিয়ে মতামত চলছেই। কিন্তু গুরুত্বপূর্ণ হলো শিশুর যথাযথ বিকাশ হচ্ছে কি না। বয়স ও সময় অনুযায়ী সে দেহে-মনে বেড়ে উঠছে কি না। বড় ধরনের কোনো সমস্যা জন্মের সময় হাসপাতালে থাকতেই ধরা পড়ার কথা। কিন্তু খুব ছোট বা মৃদু কোনো সমস্যা নজরের বাইরে থেকে যেতে পারে। তাই মা-বাবা লক্ষ রাখবেন বিকাশের দিকে।

প্রথম বছরে শিশুর বিকাশে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই সময়টা, ভবিষ্যতে স্বাস্থ্য বেড়ে ওঠা এবং বিকাশের ভিত্তি। এই সময়ে শিশুরা অন্য যে কোন সময়ের থেকে তাড়াতাড়ি শেখে। বাচ্চারা এবং ছোট ছেলেমেয়েরা তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং তাড়াতাড়ি শেখে যদি তারা ভালবাসা, দেখাশোনা, উত্সাহ এবং মানসিক উদ্দীপনা পায় এবং তার সাথে পুষ্টিকর খাদ্য এবং সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হয়।

এই বিভাগে প্রথম বছরে শিশুর বেড়ে ওঠার মাস অনুযায়ী পর্যায়ক্রমিক ধাপ গুলো বাবা মায়ের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে করে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশগুলো সম্পর্কে আপনি বিস্তারিত ধারনা পাবেন এবং কোন ক্ষেত্রে সে পিছিয়ে আছে কিনা তা নির্ণয় করা সহজ হবে। এই বিভাগে প্রথম বছরে শিশুর বেড়ে ওঠার বিভিন্ন স্তরের মাইলস্টোন গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও শিশুর সঠিক বিকাশে বাবা মায়ের করনীয়, কি কি লক্ষন দেখলে দ্রুত ব্যাবস্থা নিতে হবে সে সম্পর্কেও ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে।

শিশুর বেড়ে ওঠা। প্রথম মাস

শিশুর বেড়ে ওঠা | প্রথম মাস

প্রায় নয় মাসের উৎকণ্ঠা, প্রতীক্ষা আর শারীরিক ধকলের চড়াই উৎরাই পার করে একজন মা জন্ম দেন একটি মানব শিশুর। সন্তানকে প্রথমবারের মতো এই পৃথিবীর আলোতে দেখার সেই মুহুর্ত সব বাবা মায়ের স্মৃতিতে জায়গা দখল করে নেয় আজীবনের জন্য। কিন্তু সন্তান ...
শিশুর বেড়ে ওঠা । দ্বিতীয় মাস

শিশুর বেড়ে ওঠা | দ্বিতীয় মাস

জন্মের পর থেকে নবজাতকের প্রথম কয়েক মাস সময়টি বাবা মায়েদের জন্য একটু কঠিন। তবে যেহেতু এক মাস অতিক্রম হয়েছে, আপনি অনেকটাই নবজাতকের দেখাশোনায় একটু একটু করে পারদর্শী হয়ে উঠছেন। রাত জাগা আর গর্ভকালীন শারিরিক ধকলের কারণে আপনার শরীর ও মন ...
শিশুর বেড়ে ওঠা । তৃতীয় মাস

শিশুর বেড়ে ওঠা | তৃতীয় মাস

জন্মের পরপরই নবজাতক শরীরের ঘ্রাণ ও কণ্ঠস্বরের মাধ্যমে মাকে চিনতে পারলেও তার অনুভূতি সেভাবে প্রকাশ করতে শেখেনা। তৃতীয় মাসের দিকে এসে বা দুই মাস অতিক্রম করার পর মা, বাবা কিংবা প্রিয় কোনো মুখ দেখে সে তার অনুভূতি প্রকাশ করতে শুরু ...
শিশুর বেড়ে ওঠা । চতুর্থ মাস

শিশুর বেড়ে ওঠা | চতুর্থ মাস

চতুর্থ মাসে পদার্পণ অর্থাৎ তিন মাস অতিক্রম করার পর শিশুর মানসিক ও সামাজিক বিকাশ খুব দ্রুত ঘটতে থাকে। শিশুর শ্রবণ ও দৃষশক্তিও পরিপক্কতা লাভ করে। সে শক্ত মুঠো করে কিছু ধরতে ও মুঠো ছেড়ে দিতে শেখে। রঙিন ও শব্দযুক্ত খেলনার ...
শিশুর বেড়ে ওঠা । পঞ্চম মাস

শিশুর বেড়ে ওঠা । পঞ্চম মাস

শিশুর বেড়ে ওঠা । পঞ্চম মাস চতুর্থ থেকে পঞ্চম মাসে পদার্পণের সময়টা অনেকটাই চতুর্থ মাসের সাথে মেলে। তবে এসময় যে প্রশ্নগুলো  মুখ্য হয়ে দাঁড়ায় সেগুলো হলো- বাচ্চাকে কি সলিড খাবার শুরু করা উচিত হবে? বাচ্চা কবে বসতে/ হামাগুড়ি দিতে শিখবে? ...
শিশুর বেড়ে ওঠা । ষষ্ট মাস

শিশুর বেড়ে ওঠা । ষষ্ট মাস

শিশুর বেড়ে ওঠা । ষষ্ট মাস পঞ্চম থেকে ষষ্ঠ  মাস আপনার বাচ্চার বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায় এর সূচনা। এ সময় বাচ্চার ঘাড় এবং বাহুর পেশীগুলো অনেক খানি গঠিত হয়ে যায় যা তাকে তার অবস্থান থেকে যেকোনো একদিকে গড়িয়ে যেতে ...
শিশুর বেড়ে ওঠা । সপ্তম মাস

শিশুর বেড়ে ওঠা । সপ্তম মাস

শিশুর বেড়ে ওঠা । সপ্তম মাস সপ্তম মাসে প্রবেশ করার পর বাচ্চারা আরও বেশী চঞ্চল ও আরও বেশী আবেগপ্রবণ হতে থাকে। সেইসাথে মানবশিশু হিসেবে নিজস্ব স্বকীয়তা , স্বাধীনতা এবং ব্যাক্তিত্ব গঠন ও প্রকাশিত হতে শুরু করে। এ বয়সে বাচ্চা তার ...
শিশুর বেড়ে ওঠা । অষ্টম মাস

শিশুর বেড়ে ওঠা । অষ্টম মাস

অষ্টম মাসে আপনার বাচ্চা আরো একটিভ আর চঞ্চল হবে। এসময়ের স্বাভাবিক আলোচনার বিষয়ঃ হামাগুড়িঃ বাচ্চারা সাধারণত হাত দিয়ে নিজেকে সামনের দিকে আগাতে শেখে,  তারপর হাত আর হাঁটুতে  ভর দিয়ে উঠতে চেষ্টা করে।  তারপর, সেই ভঙ্গিতে সামনে আগানোর, এবং পেছানোর প্র্যাকটিস ...
শিশুর বেড়ে ওঠা । নবম মাস

শিশুর বেড়ে ওঠা । নবম মাস

শিশুর বেড়ে ওঠা । নবম মাস নয় মাস বয়সে বাচ্চারা হামাগুড়ি / ক্রলিং করে এবং বেশিরভাগ বাচ্চাই মোটামুটি স্বাধীনভাবে উঠে বসতে পারে। তবে, অন্যের সাহায্য ছাড়া হাঁটা শুরু করতে আরো এক দু- মাস কিংবা তার চেয়ে কিছু বেশিদিন  লাগতে পারে। ...
শিশুর বেড়ে ওঠা । দশম মাস

শিশুর বেড়ে ওঠা । দশম মাস

বাবু ১০ মাসে পড়লো ? বাচ্চাদের যে বয়সটায় তারা সবচেয়ে বেশি আদর কাড়ে , এ বয়সটি তার মাঝেই পড়ে। বাবুর শারিরিক ও মানসিক বৃদ্ধি ঠিক ঠাক হচ্ছে কিনা লক্ষ্য রাখুন। এ বয়েসে বেশীরভাগ বাচ্চাই খুব হাসিখুশি ও কর্মচঞ্চল থাকে। হামাগুড়ি ...
শিশুর বেড়ে ওঠা । এগারো মাস

শিশুর বেড়ে ওঠা । এগারো মাস

১১ মাসের বাবুটি এখন অনেক কিছুই বুঝতে শিখবে- যেমন ‘না’ বলা। আমরা শিশুদের একটি ক্যাম্পাইনের কথা জানি শিশুদের জন্য ‘হ্যাঁ’ বলুন। কিন্তু আপনাকে দিনে অসংখ্যবার এই ক্ষুদে হামাগুড়ি-মাস্টারকে ‘না’ বলতে হবে। কোন কোন বাবু অবশ্য এর মধ্যেই হাটি-হাটি পা পা ...
শিশুর বেড়ে ওঠা । ১২ মাস

শিশুর বেড়ে ওঠা । ১২ মাস

বাবা মায়ের জন্য খুব উত্তেজনাকর একটি সময় হলো বিশেষ করে প্রথম বাচ্চার ক্ষেত্রে শিশুর প্রথম বছরে পদার্পন। কম বেশি সব বাবা-মাই ভাবেন আরে! এই তো সেদিন এইটুকুন বাবুর আজকে একবছর হয়ে গেলো! সদ্য নিজের পায়ে দাঁড়াতে শেখা বাবুর দুষ্টু মিষ্টি ...